ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

চক্ষুলজ্জার জন্য হলেও সাংবিধানিক পদ থেকে সরে যান: বিএনপি

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ’সাংবিধানিক দায়িত্ব পালন না করতে পারলে চক্ষুলজ্জা জন্য হলেও নির্বাচন কমিশনের এই পদ থেকে সরে যাওয়া উচিত।‘তিনি বলেন, ’ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অতিদ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের কাছে আমরা আবারও করছি।‘


বুধবার (৪ নভেম্বর) বিকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন।তিনি বলেন, ’নির্বাচন একটি সাংবিধানিক অধিকার। সাংবিধানিক পদে থেকে সাংবিধানিক দায়িত্ব পালন না করতে পারলে। নির্বাচন বন্ধ করে দিন।’


তিনি আরও বলেন, ’প্রার্থী যদি গণসংযোগ করতে না পারে, ভোটার যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, এজেন্ডরা যদি ভোটকেন্দ্রে যেতে ভয় পায় তাহলে ভোট করে লাভ কি ভোট বন্ধ করে দেওয়া উচিত।’আমান উল্লাহ আমান বলেন, ’বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্র রক্ষার জন্য এই প্রতিকুলতার মধ্যেও আমরা নির্বাচন করছি। আমরা এর সর্বশেষ অবস্থা দেখতে চাই। নির্বাচন কমিশন ও সরকার কি পদক্ষেপ নেয় এরপর সেটা জনগণ সিদ্ধান্ত নেবেন।


এর আগে বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘণ্টা আগারগাঁয়েও ইসি কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়েছে।বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।


অপরদিকে বিএনপি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান। ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, ঢাকা-১৮ উপ-নির্বাচন পরিচালনা কমিটি সদস্য নাজিম উদ্দীন আলম ও ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ads

Our Facebook Page